Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকারাগুয়ায় ভূত তাড়াতে এক নারীকে পুড়িয়ে হত্যা

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিকারাগুয়ায় ‘ভ‚ত তাড়ানোর’ চিকিৎসা হিসেবে আগুনে পুড়ে মৃত্যু হলো এক নারীর। গত সপ্তাহে ভ‚ত তাড়ানোর জন্য ২৫ বছর বয়সী ওই নারীকে বেঁধে আগুনে নিক্ষেপ করা হয়। দগ্ধ অবস্থায় এক সপ্তাহে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার মারা যান ভিলমা রুজিলো নামের ওই নারী। স্থানীয় সংবাদমাধ্যমের কাছে তার পরিবার অভিযোগ করে, ধর্মগুরু দাবি করা এক ব্যক্তির নেতৃত্বে চারজন পুরুষ রুজিলোর উপর হামলা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হুয়ান রোচা নামের কথিত ওই ধর্মগুরু। তিনি দাবি করেন, রুজিলোকে ‘খারাপ আত্মা’ তুলে নিয়ে যায় এবং আগুনে নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পর তার আত্মীয়রা দগ্ধ অবস্থায় রুজিলাকে উদ্ধার করে। রুজিলার স্বামী রিনালদো পেরালতা রদ্রিগেজ বলেন, তার স্ত্রী দুই সন্তানের জননী। তারা ভেবেছিলেন তাকে ‘ভ‚ত আছর’ করেছে। কারণ এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করেন রুজিলা। এজন্য গত সপ্তাহে তাকে গির্জায় নিয়ে যাওয়া হয়। তবে এমন কিছু হবে তিনিও ভাবতে পারেননি। তিনি বলেন, ‘তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি আমার সন্তানদের কি জবাব দেব।’ বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ