Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় ডিসিকে বিদায় ও নবাগতকে সংবর্ধনা জেলা প্রশাসনের

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজের হলরুমে বিদায়ী জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারকে বিদায় এবং নবাগত জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানকে বরণ করে নেয়া হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে¡ বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসকের নেত্রকোনায় কর্মকালীন সময়ে নানা উন্নয়নমূলক কর্মকাÐের উপর বিস্তারিত আলোচনা এবং নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে তার উপর অর্পিত দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে তার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের পূণরায় সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অধ্যাপক মতীন্দ্র সরকার, বিদায়ী জেলা প্রশাসক পতœী ওয়েসিস বিয়াম স্কুলের অধ্যক্ষ মুক্তি দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমানিক, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তারী কাদেরী, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, নেজারত ডেপুটি কালেক্টর প্রনয় চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনায় ডিসিকে বিদায় ও নবাগতকে সংবর্ধনা জেলা প্রশাসনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ