Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লংকাবাংলা বিনিয়োগ গাইড : মোড়ক উন্মোচন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজার এবং অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড-২০১৭’ প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স। গতকাল (মঙ্গলবার) রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে গাইডটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিএবি) সভাপতি আহমেদ রশীদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সায়েদুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ার ও সাবেক এমডি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড তৈরিতে প্রধান গবেষক হিসেবে কাজ করেন মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, বর্তমানে ডিভিডেন্ড ইল্ড ৩ শতাংশ এবং ডিপোজিট রেট ৫ শতাংশ। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ও ডিপোজিট রেটের মধ্যে ব্যবধান মাত্র ২ শতাংশ। ২০১১ সালে ডিভিডেন্ড ইল্ড ছিল আড়াই শতাংশের মতো এবং ডিপোজিট রেট ছিল ১২ শতাংশের ওপরে। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ও ডিপোজিট রেটের মধ্যে বড় ধরনের ‘গ্যাপ’ ছিল। এখন যেটা কমে এসেছে। যা পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
ডিএবি সভাপতি লালী বলেন, লংকাবাংলার এই প্রকাশনাটি খুবই তথ্যবহুল। একজন বিনিয়োগকারীর হাতে এটি পড়লে, সে খুব সহজেই পুঁজিবাজার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। পুঁজিবাজারে অতীতে কী হয়েছিল এবং বর্তমানে কী অবস্থায় আছে তা জানতে পারবেন।
লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক এমডি নাসির বলেন, এটি আমাদের তৃতীয় প্রকাশনা। এর আগে দুটি ভার্সন আমরা প্রকাশ করেছি। তবে ওই দুটি প্রকাশনা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তিনি আরও বলেন, এ বইতে দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন তথ্যকে একত্রিত করেছে। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গত ৪ বছরের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। ফলে এটি খুবই তথ্যসমৃদ্ধ ও গবেষণাধর্মী একটি প্রকাশনা। যা সঠিক তথ্য পেতে বিনিয়োগকারীদের সহায়তা করবে।
ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য এমন তথ্যবহুল গাইডের অনেক উপকারিতা রয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করে তোলা সম্ভব হবে। বিনিয়োগকারীদের কাছে এমন তথ্য ভান্ডারের অনেক গুরুত্ব রয়েছে। সমাপনী বক্তব্যে খাজা শাহরিয়ার বলেন, তথ্যসমৃদ্ধ এমন প্রকাশনার উদ্যোগ অনেক আগেই গ্রহণ করা দরকার ছিল। আগেও বিনিয়োগকারীরা পুঁজিবাজার সম্পর্কে তথ্য পেত; তবে তা ছড়ানো-ছিটানো ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্মোচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ