বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার চালাতে রাজবাড়ীতে এসেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সে সময় ওয়াজেদ চৌধুরীর বাড়িতে থেকে ১০/১২ জন সঙ্গী নিয়ে ইংল্যান্ডের ডানলপ কোম্পানীর বিএসএ মডেলের একটি বাইসাইকেল চালিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন, চেয়েছেন ভোট। ওই বাইসাইকেলটির মালিক হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ৮০ বছর বয়স্ক আবদুল ওয়াজেদ মÐল। ৫৯ বছরের সেই স্মৃতির বাইসাইকেলটি এখনো স্ব-যতনে রেখেছে তিনি। সেই সাথে ওই সাইকেলটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবীও জানান। তবে বৃহস্পতিবার বিকালে তার এ আশা পূরণ হয়েছে। বাংলাদেশ জাদুঘর কর্তৃপক্ষের হাতে তিনি তুলে দিয়েছেন ওই সাইকেলটি। জানাগেছে, গত বছরের ১৫ আগষ্ট একটি জাতীয় দৈনিকে “বঙ্গবন্ধুর স্মৃতি নষ্ট হচ্ছে!” শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্ট প্রকাশের পর গত ১৮ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে (পত্র নং রা.জা.জা/ ইতিহাস/ নিদর্শন সংগ্রহ/ ৮-সি -১/ ২০১৫-২০১৬/ ৫৬৩) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠির পর জেলা ও উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখেন এবং প্রতিবেদন জাদুঘরে পাঠান। এর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রæপদী শিল্পকলা বিভাগের কীপার ড. স্বপন কুমার বিশ্বাসের নেততৃত্বে ৩ সদস্যের একটি টিম ওয়াজেদ মÐলের বাড়ীতে যান এবং সাইকেলটি বুঝে নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।