Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মুসলমান কখনও মিথ্যা বলতে পারে না-পীর সাহেব, জৈনপুরী

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : পিরোজপুরের মঠবাড়ীয়া টিকিকাটা নূরীয়া ফাজিল মাদরাসার উদ্যোগে ২ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা সৈয়দ আ. ন. ম মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। বিশেষ অতিথি ছিলেন-মঠবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান জনাব আশরাফুর রহমান আশ্রাফ অত্র মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবুজাফর ছালেহ সাহেবের পরিচালনায় এবং জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বয়ানে জৈনপুরী পীর সাহেব বলেন, মুসলমান কোন দিন মিথ্যা বলতে পারে না। অতঃপর পীর সাহেব শ্রোতাবৃন্দকে হাত উঠাইয়া মিথ্যা না বলার অঙ্গীকার করান। তিনি বলেন মিথ্যা বলা সমস্ত পাপের মূল। প্রতিটি ধর্মে মিথ্যা বলা মহাপাপ। দীর্ঘ সময় পর্যন্ত তাফসীর করার পর পীর সাহেব বিপুল ভক্তবৃন্দকে মিথ্যা বর্জন, সত্য অর্জন, হালাল খাদ্য ভক্ষণ, হারাম পরিত্যাগ করন এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থাকার ওয়াদা নিয়ে তওবা করাইয়া আখেরি মুনাজাত করেন।
বিশেষ বক্তা হিসাবে হযরত মাওলানা নেছার উদ্দীন সাইফীসহ আরও বহু ওলামায়েকেরাম ওয়াজ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমান কখনও মিথ্যা বলতে পারে না-পীর সাহেব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ