মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরান থেকে প্রতিদিন এক লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনবে রাশিয়া। এ বিষয়ে সম্ভাব্য চুক্তির খুঁটিনাটি নিয়ে দুদেশ এ মুহূর্তে আলোচনা করছে। রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ খবর নিশ্চিত করেছেন। রুশ মন্ত্রী জানান, মস্কো আশা করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে। কৃষ্ণসাগর তীরবর্তী রাশিয়ার সোচি শহরে অর্থনৈতিক ফোরামের বৈঠকের অবকাশে তিনি এ কথা জানান। এর আগে গত সপ্তাহে নোভাক তেহরান সফর করেন। সে সময় তিনি ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহর সঙ্গে বৈঠক করেন এবং জাঙ্গানেহ রাশিয়াকে তেল সরবরাহ করার প্রস্তুতির কথা জানান। তিনি বলেছিলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইরান ও রাশিয়ার মধ্যে চুক্তি হতে পারে। ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, রাশিয়ার কাছে বিক্রি করা তেলের অর্ধেক অর্থ নগদ আর বাকি অর্থের সেবা গ্রহণ করবে তেহরান। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।