Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে তালিবান শীর্ষ নেতা নিহত

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে তালিবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল সালাম আকন্দ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে নিহত হয়েছেন বলে তালিবানের কর্মকর্তারা গত সোমবার নিশ্চিত করেছেন। নিরাপত্তার স্বার্থে নাম গোপন রাখার শর্তে তালিবান কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মানববিহীন একটি বিমান হামলায় নিহত হন আকন্দ। কয়েক বছর আগে তালিবানদের এ নেতা উত্তরাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব পান। আর কয়েক বছরের মধ্যেই দেশটির দাসতি আর্চি শহরে ড্রোন হামলায় নিজের বাড়িতেই প্রাণ হারান। এদিকে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও আকন্দের নিহতের খবর নিশ্চিত করেন। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন কুন্দুজে মার্কিন একটি বিমান হামলা চালানো হয়েছে। তবে ফলাফল কি হয়েছে তা নিশ্চিত করেননি। আফগানিস্তানের পুলিশ কমান্ডার জানায়, আকন্দসহ আরো ৮ জন তালিবান জঙ্গি নিহত হয়েছে ওই হামলায়। ২০১৫ সালে আকন্দ কুন্দুজ শহর দখলে নেন। এর আগেও আফগানিস্তানের কর্তৃপক্ষ তাকে বেশ কয়েকবার নিহত ঘোষণা করেছিল তবে তা সঠিক ছিল না। এবার খোদ তালিবান নেতারাই তাদের শীর্ষ নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তালিবানের পশ্চিমাঞ্চলীয় কমান্ডারও আকন্দের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। জিও নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ