Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২টি জীবাণুর তালিকা প্রকাশ

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার হুমকি বাড়ছে

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকি হিসাবে দেখা হচ্ছে এমন ১২টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার তালিকা প্রকাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে এ ব্যাকটেরিয়াগুলো জনস্বাস্থ্যের জন্যে ক্যান্সারের চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতিকারক। যদি অ্যান্টিবায়োটিক তার কার্যকারিতা হারায় তাহলে অঙ্গ প্রতিস্থাপন, সিজারিয়ান সেকশন, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং কেমোথেরাপির মতো অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতির প্রয়োগ খুবই বিপজ্জনক হয়ে উঠবে। বিশ্বে প্রতি বছর ৭ লাখ মানুষ এই ঔষধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার কারণে মারা যায়। কোনো ব্যবস্থাগ্রহণ করা না হলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যাটি ১ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যেসব ব্যাকটেরিয়ার ভেতরে আগে থেকেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে তারা অন্যান্য ব্যাকটেরিয়ার সংস্পর্শে এলে এর জিনগত উপাদান তাদের মধ্যে ছড়িয়ে দেয় এবং তাতে করেই ধীরে ধীরে সকল ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ