Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় মার্কিন হামলায় আল-কায়েদা নেতা মাসরি নিহত

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ইদলিবে ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আল খাইর আল-মাসরি নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার হামলায় তারা নিহত হন বলে দাবি করেছেন দুই কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে যে, গত রোববারের হামলায় মাসরি নিহত হন। সিরিয়ার বিরোধী দলের সদস্যরাও একই দাবি করেন। আল-মাসরির প্রকৃত নাম মুহাম্মদ রজব আবদ আল-রাহমান। তিনি মিসরীয় নাগরিক। হামলার সময় তিনি একটি গাড়িতে অবস্থান করছেন। সিরিয়ার সিভিল ডিফেন্স থেকে ফেসবুকে ছবি দেয়া হয়েছে। তারা জানায়, হামলায় মাসরি ছাড়া আরো দুইজন নিহত হয়েছেন। ২০০৫ সালে আবদ আল রাহমানকে সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র। গত রোববার দেশটির ইদলিব প্রদেশে ওই গাড়িতে থাকা আল মাসরিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে অসমর্থিত প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে বিবিসি। হামলার পর আল মাসরি জীবিত আছেন কিনা তা পরিষ্কার নয়। আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির পর গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা মিসরীয় নাগরিক আল মাসরি। সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারী, স্থানীয় কো-অর্ডিনেশন কমিটি একটি গাড়ির বেশকিছু ছবি পোস্ট করে জানিয়েছে গাড়িটির দুই আরোহী নিহত হয়েছেন। আল মাসতুমা শহরে আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান গাড়িটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ