মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক গতিশীল করতে ওয়াশিংটন সফর করছেন চীনের শীর্ষ ক‚টনীতিক ইয়াং জিয়েছি। হোয়াইট হাউসে বৈঠক করছেন মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় তিনি সাক্ষাৎ পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে এটা কোনো আনুষ্ঠানিক আলোচনা ছিল না। ট্রাম্পের সঙ্গে শুধু কুশল বিনিময় করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে চীনা স্টেট কাউন্সিলর জিনেছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটা কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল না। চীনা দূত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তাদের মধ্যে ৫ থেকে ৭ মিনিট কথা হয়েছে। এ সময় তিনি ট্রাম্পকে জানান, চীন মার্কিন প্রশাসনের সঙ্গে সব পর্যায়ে সমন্বয় ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। একই সঙ্গে চীনা প্রশাসন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার, ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার, হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে। এসব বৈঠকে প্রতিরক্ষা, দক্ষিণ চীন সাগর, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, বাণিজ্য বিরোধসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার সম্ভাব্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়েও। তবে এ সাক্ষাতের কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। ধারাবাহিক এসব বৈঠকের ফাঁকে জিয়েছি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সম্পর্কে স্থবিরতা বিরাজ করছে। এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে চীন যেভাবে সম্পর্ক রাখছে তার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া দেশ দুটির মধ্যকার বাণিজ্য নীতির সমালোচনা ছাড়াও চীনের ‘এক চীন নীতি’র বিরোধিতা করেন তিনি। বিরোধ রয়েছে দক্ষিণ চীন সাগর ইস্যুতেও। এর প্রেক্ষিতে ট্রাম্পের ক্ষমতা নেয়ার পরে এটাই চীনের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে গত রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার এবং মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েছি জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এতে তারা দ্বিপাক্ষিক চুক্তি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ইয়াং জিয়েছির যুক্তরাষ্ট্র সফরের নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে বৈঠক আয়োজনের বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্স, ভিওএ. ইকোনমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।