Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্ক মহাসচিবের দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানের আমজাদ হোসেন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবশেষে দূর হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) নতুন মহাসচি বনিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা। নতুন মহাসচিব নিয়ে ভারত সম্মতি দেয়ায় জটিলতা কেটে গেছে। আজ বুধবার পাকিস্তানের ক‚টনীতিক আমজাদ হোসেন সিয়াল সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন। গতকাল সার্কের বিদায়ী মহাসচিব নেপালি ক‚টনীতিক অর্জুনবাহাদুর থাপার মেয়াদ শেষ হয়। সার্কের রীতি অনুযায়ী সদস্য দেশগুলোর ইংরেজি নামের আদ্যভক্ষর অনুযায়ী নেপালের পর পাকিস্তানেরই সার্ক মহাসচিব হিসেবে তার দেশের কাউকে মনোনয়ন দেয়ার কথা। কিন্তু গত জানুয়ারিতে ভারতের পক্ষ থেকে নেপালে সার্ক সচিবালয়কে পাঠানো ক‚টনৈতিক বার্তায় সার্কের নতুন মহাসচিব নিয়োগে আপত্তি জানায়। ওই বার্তায় বলা হয়, নিয়োগ প্রক্রিয়া সার্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুমোদিত হতে হবে। এ প্রেক্ষিতেসার্ক মহাসচিবের পদটি শূন্য থাকার আশঙ্কা সৃষ্টি হয়। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ