Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় উত্তর কোরীয় অস্ত্র কোম্পানির কার্যক্রম বন্ধের নির্দেশ

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই উত্তর কোরীয় কোম্পানির অস্ত্র ব্যবসা সম্পর্কে অবগত এবং ইতোমধ্যে এ সম্পর্কে পদক্ষেপও নিয়েছে দেশটি। খবরে বলা হয়, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ৩০টিরও বেশি রেডিও আটক করা হয়েছে। মালয়েশিয়া-ভিত্তিক গেøাকম কোম্পানি এগুলো প্রস্তুত করেছে। উত্তর কোরিয়ার দুটি কোম্পানি ইন্টারন্যাশনাল গেøাবাল সিস্টেম এবং ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস এসব অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, দুটি কোম্পানিকেই কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিয়েছি। ওই কোম্পানিগুলোর কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত রেডিও বিক্রি করে গেøাকম আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। উল্লেখ্য, গেøাকম নামে মালয়েশিয়ায় কোনো কোম্পানি নেই। তবে এটির ওয়েবসাইট ২০০৯ সালে রেজিস্টার্ড করে ইন্টারন্যাশনাল গেøাবাল সিস্টেম এবং ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস-এর নাম যোগাযোগের তালিকায় লেখা রয়েছে। মালয়েশীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খালিদ আরো জানান, ২০০৫ সালে মাল্টিমিডিয়া, ইলেকট্রনিকস এবং সাধারণ ব্যবসা প্রতিান হিসেবে ইন্টারন্যাশনাল গেøাবাল সিস্টেম রেজিস্টার্ড করা হয়। ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস ২০১২ সালে তথ্য-প্রযুক্তি কোম্পানি হিসেবে রেজিস্টার্ড করা হয়। জাতিসংঘের যে প্রতিবেদন রয়টার্স ফাঁস করেছে, সেখানে বলা হয়েছে, মালয়েশিয়া ওই দুই উত্তর কোরীয় কোম্পানি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। মালয়েশিয়া এমন হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় রয়েছেন, যার সঙ্গে
উত্তর কোরিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ