Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্তষ্ক থেকে ইচ্ছেমতো স্মৃতি মুছে ফেলা সম্ভব

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মস্তিষ্ক থেকে খারাপ স্মৃতি মুছে ফেলা সম্ভব বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। অবাঞ্ছিত স্মৃৃতি মুছে দেয়াটা শুনতে কাল্পনিক মনে হলেও তা শিগগিরই বাস্তবে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করেন তারা। তবে আপাতত মানুষের মস্তিষ্ক থেকে অবাঞ্ছিত স্মৃৃতি তাড়ানোয় বেশ কিছু নৈতিক বাধা রয়েছে। কিন্তু ভবিষ্যতের জন্যই তারা এই গবেষণা করেছেন। ভবিষ্যতে এমন কিছুর উদ্ভাবন আসলেই সম্ভব, যার মাধ্যমে মস্তিষ্ক থেকে ইচ্ছেমতো স্মৃতি মুছে ফেলা সম্ভব। কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের রাজধানী টরোন্টোতে অবস্থিত টরোন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্য দিয়েছেন। তারা মস্তিষ্কে তথ্য ধারণ করে রাখার প্রক্রিয়া কিংবা ধারণকৃত তথ্যকেই বিজ্ঞানের ভাষায় স্মৃতি বলা হয়। এই প্রক্রিয়ার প্রথমে তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে জমা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী সেই তথ্য আবার ভাÐার থেকে খুঁজে নিয়ে আসা হয়। মস্তিষ্ক থেকে তথ্য হারিয়ে গেলে কিংবা সময়মতো খুঁজে পাওয়া না গেলে তা দুর্বল স্মৃতিশক্তির লক্ষণ বলে ধরা হয়। সাধারণত অত্যধিক মানসিক চাপের কারণেই মানুষের মধ্যে এই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ভালো-মন্দ স্মৃতিভেদে নয় বরং সব স্মৃতিই হারিয়ে যাওয়ার ভয় থাকে। খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বস্টনে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স’র বার্ষিক সভায় টরোন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী শিনা জোসেলিন জানিয়েছেন, তার গবেষক দল নিরলস গবেষণা থেকে আবিষ্কার করেছে, মস্তিষ্কের কোন কোষে কী ধরনের স্মৃতি সংরক্ষিত থাকে। শিনা আশা প্রকাশ করেন, তাদের উদ্ভাবিত এই প্রক্রিয়াটি হয়তো খুব শিগগিরই মানুষের ওপরও প্রয়োগ করা হবে। যুদ্ধ, স্বজন-বিয়োগ, সম্পর্কোচ্ছেদ, ব্যর্থতা আর অপমানের কোনো অর্থই থাকবে না সভ্যতায়। তিনি বলেন, আমরা দেখেছি মস্তিষ্কের লাখ লাখ কোষের মধ্যে অল্প কিছু কোষ রয়েছে, যেগুলো ভয় বা আতঙ্কের স্মৃতি ধরে রাখার কাজের সঙ্গে সংযুক্ত। তার মতে, এই স্মৃতিগুলো মানুষের প্রতিদিনের জীবনে অনধিকারচর্চা বা বাধা দেয়ার চেষ্টা করে থাকে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ