Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মদিন আজ

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ১৯২৯ সালের এই দিনে হবিগঞ্জের শাখাবরাক নদীর তীরে মুকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী। সামাজিক সংস্কার, অর্থনৈতিক দুরাবস্থা, প্রবাসী জীবনযাপন এবং বৈচিত্র্যময় কর্মজীবনের অভিজ্ঞতা তাঁকে লেখক হিসেবে আত্মপ্রকাশে তাড়িত করে। পাকিস্তানে অবস্থানকালে বাঙালির আর্থ-সামাজিক বৈষম্য এবং ধর্মের নামে পাপাচার তাঁকে ক্ষুব্ধ করে, ফলে ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীর চাকুরি ছেড়ে ব্রিটিশ বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। ধর্ম ও দর্শনভিত্তিক একাধিক গ্রন্থ তিনি রচনা করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য পান্ডুলিপিÑনাম মোছা যায় না (১৯৬৩), বাইবেলে সত্য নবী মুহাম্মদ (সা.) (১৯৬৮),ধর্মের নির্যাস (১৯৬৫), ইসলাম ও সমাজতন্ত্র (১৯৬৯), পথ (১৯৬৩-১৯৯১)। ধর্ম ও বিজ্ঞান নিয়ে গবেষণা, যৌক্তিকতার বিচার-বিশ্লেষণ ও মূল্যায়ন করে কথাসাহত্যিক আব্দুর রউফ চৌধুরী লিখেছেন, যে কথা বলা যায় না ও প্রফেট মোহাম্মদ। এছাড়া তিনি আরও অসংখ্য গ্রন্থ রচনা করেন। জন্মদিনে তাঁকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছ।






 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ