নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশে ফিরেই দলের সঙ্গী সাকিব, মাহমুদউল্লাহ
বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ড দলের ফিজিও ডিন কনওয়েকে মোটা অঙ্কের বেতনে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বিসিবি গত ডিসেম্বরে। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে করেছেন নিউজিল্যান্ড এবং ভারত সফর। গতকাল বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা উড়াল দেয়ার কথা ছিল এই ইংলিশ ফিজিওর। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই ইংলিশ। বিসিবি’র সঙ্গে তিন বছরের মেয়াদে চুক্তিবদ্ধ এই ফিজিও তার সম্মানীর অংক বুঝে না পাওয়া পর্যন্ত যাবেন না শ্রীলঙ্কায়, এমন গো ধরায় বিপত্তিতে পড়েছে বিসিবি। বাধ্য হয়ে দলের সঙ্গে স্থানীয় ফিজিও খাদেমুল ইসলামকে অন্তবর্তী সময়ের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে শ্রীলঙ্কা। ঝামেলা মিটিয়ে ফেলে আগামী দুই তিন দিনের মধ্যে ডিন কনওয়ে যাচ্ছেন শ্রীলঙ্কায়, এমনটাই জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন- উনি তো নুতন এসেছেন,তাই ব্যাকিং ঝামেলা আছে। আশা করছি সমাধান হয়ে যাবে। উনি দুই-তিন দিনের মধ্যে শ্রীলঙ্কা যাবেন।’
এদিকে ছুটিতে থাকায় দলের সঙ্গে ঢাকা থেকে যেতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজ থেকে গতকাল রাতেই মুশফিকুরদের সঙ্গে যোগ দিয়েছেন বিশেষজ্ঞ পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্লাডিয়েটর্সকে পয়েন্ট তালিকায় শীর্ষ ২ এ উঠিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব, মাহামুদুল্লাহ। গত ২৫ ফেব্রুয়ারি দুবাইয়ে রাতে পাকিস্তান সুপার লীগের ম্যাচ খেলে এই দুই ক্রিকেটার ঢাকা হয়ে মুশফিকুরদের সঙ্গেই ধরেছেন কলোম্বোর ফ্লাইট। দলের সঙ্গে যেতে পারেননি তামীম ইকবাল। তবে পেশোয়ার জালমির ওপেনার তামীম দুবাই থেকে আজ কলোম্বোয় বাংলাদেশ দলের টিম হোটেলে উঠবেনÑবিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটি সূত্রে পাওয়া গেছে এ খবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।