Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্ক নিয়ে সাইক্লিংয়ের অ্যাডহক কমিটি

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার  : বিতর্ক নিয়ে গঠন হলো বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অ্যাডহক কমিটি। অন্যদিকে অ্যাথলেটিক ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনী হাওয়ায় যখন উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন, ঠিক তখনই ভোটের রাজনীতিতে ফায়দা লুটতে শুরু হয়েছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে ভাঙা-গড়া খেলা। এ ধারাবাহিকতায় সাইক্লিং ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অ্যাডহক কমিটি গঠন করা হলেও বিতর্কিত ব্যক্তিকে করা হয়েছে সাধারণ সম্পাদক। আর গতকাল প্রজ্ঞাপন প্রকাশ করলেও ১৫ ফেব্রুয়ারি তা জারির তারিখ দেখিয়েছে এনএসসি! সাম্প্রতিক সময়ে এনএসসি কয়েকটি ক্রীড়া ফেডারেশনে মেয়াদোত্তীর্ণের অজুহাতে নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করলেও যার বেশিরভাগই ছিলো প্রশ্নবিদ্ধ। এবার সাইক্লিংয়ের ক্ষেত্রেও ঘটলো এমনটা। বিশ্বস্ত সূত্র জানায়, সরকারের উচ্চ মহলের সবুজ সংকেত থাকা সত্ত্বেও সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে রাখা হয়নি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ খান বাবুলকে। তাকে সরিয়ে অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে বিতর্কিত ক্রীড়া সংগঠক পারভেজ হাসানকে। যিনি বিএনপি-জামায়াত সমর্থিত ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্যতম নেতা। এবং ২০১০ ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসে সাইক্লিং কেলেংকারীর দায়ে অভিযুক্ত। তখন এই পারভেজ হাসান ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সত্ত্বেও তাকে সাইক্লিং থেকে নিষিদ্ধ করেছিল বিওএ ও এনএসসি। প্রশ্ন উঠেছে, একজন নিষিদ্ধ ব্যক্তিকে কি করে সাধারন সম্পাদকের দায়িত্ব দিলো এনএসসি? এ প্রসঙ্গে এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, ‘পারভেজ হাসান সাইক্লিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন। এখন কর্তৃপক্ষ ভালো মনে করেছেন, তাই তাকে আবার সাধারণ সম্পাদক করা হয়েছে। এটা দোষের কিছু নয়।’ তবে গুঞ্জন রয়েছে, মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমেই গঠিত হয়েছে সাইক্লিংয়ের অ্যাডহক কমিটি। ২৫ সদস্যের এই কমিটিতে সভাপতির দায়িত্বে আছেন মিজানুর রহমান মানু। বাকিদের মধ্যে চারজন সহ-সভাপতি, দুই যুগ্ন-সম্পাদক ও এক কোষাধ্যক্ষ ছাড়াও রয়েছেন ১৬ জন সদস্য।
অন্যদিকে গতকালই অ্যাথলেটিক ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে এনএসসি। তফসিল অনুযায়ী আজ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ৫ ও ৬ মার্চ খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ করা হবে। আর ৮ ও ৯ মার্চ হবে আপত্তি শুনানি। ১২ মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ হবে ১৩ ও ১৪ মার্চ। তা দাখিলের দিনক্ষণ নির্ধারণ হয়েছে ১৬ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ মার্চ। পরের দিন বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপিল গ্রহণ করা হবে। আর বাতিলের উপর শুনানি হবে ২১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য হয়েছে ২২ মার্চ। পরের দিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ