নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : তাসামুল হক একটু আক্ষেপ করতেই পারেন। মাত্র ২ রান করলেই যে আফিস হোসেন, নাঈম ইসলাম ও নামজুল হোসেন শান্ত সাথে চলে আসত তার নামও। বিসিএলের পঞ্চম রাউন্ডের খেলায় দ্বিতীয় দিনে এই তিনজনই পেয়েছেন তিন অঙ্কের দেখা।
সবচেয়ে বড় চমক দেখিয়ে চলেছেন নাঈম ইসলাম। হেসেই চলেছে তার ব্যাট। এ নিয়ে উত্তরাঞ্চলের হয়ে টানা তিন ম্যাচে করলেন সেঞ্চুরি। এদিন আবার নামের পাশে লেথা ‘অপরাজিত’ শব্দটি। সাথে শান্তর শতকে দুজনে মিলে গড়েন প্রায় দুইশ রানের জুটি। মধ্যাঞ্চলের বিপক্ষে তাদের দলও গড়েছে ৬ উইকেটে ৪২২ রানের বিশাল সংগ্রহ। হাতে এখনো দুই দিন, এখনই তাদের লিড ২৪১ রানের।
অথচ মধ্যাঞ্চলকে ১৮১ রানে গুটিয়ে দেয়ার পর তাদের শুরুটাও ছিল নড়বড়ে। সিলেটে ৩ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করে তারা। জুনায়েদ সিদ্দিক ফেরেন দলীয় সংগ্রহ একশ পার হওয়ার পর পরই। এরপর নাঈম-শান্ত মিলে গড়েন ১৯৭ রানের জুটি। শান্ত ১৪২ বলে ১৮ চারে ব্যাক্তিগত ১২৩ রানে শরিফুল্লাহর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। প্রথম শ্রেনির ক্রিকেটে এটি তার তৃতীয় শতক। নাসির হোসেনও ফেরেন দ্রুতই। তবে ধীমান ঘোষকে নিয়ে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন নাঈম। ৭৫ বলে ৬৪ রান নিয়ে ব্যাট করছেন ধীমান। ২৭৫ বলে ১৯টি চার ও ১ ছক্কায় নাঈমের সংগ্রহ অপরাজিত ১৩৩ রান। আর একটি সেঞ্চুরি করলেই প্রথম শ্রেনির ক্রিকেটে তুষার ইমরানের ২২ শতক স্পর্শ করবেন এক সময়ের ‘ছক্কা নাঈম’।
ব্যাট হাতে চমক দেখাচ্ছেন আফিফও। আইপিএল াভিষেকে ৫ উইকেট নেয়া এই ব্যাটসম্যান তিন ম্যাচে তুলে নিলেন দ্বিতীয় শতক। চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় উইকেটে তাসামুল হকের সাথে গড়েন ২২২ রানের জুটি। নাজমুল ইসলামের বলে উইকেটের পিছনে ধরা পড়ার আগে ২৩৮ বলে ১৭ চারে ১৩৭ রান করেন অফিফ। এরপর দ্রুতই তিন উইকেটের পতন ঘটে পূর্বাঞ্চলের। ৯৮ রানে তাসামুলকেও ফেরান নামজুল, বোল্ড করে। এরপর অধিনায়ক অলক কাপালি ও ইয়াসির আলী ৪ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শেষ করেন। দক্ষিণের চেয়ে এখনো তারা পিছিয়ে ৬ রানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।