নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : দেশের বাইরে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসেই চমক সৃষ্টি করেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। এবারের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে তারা। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের ৮৩ মিনিটে দলীয় অধিনায়ক নাফিউ আলী জয়সূচক গোলটি করেন। ম্যাচটিতে জাতীয় দলের আটজন নিয়ে নেপালের দলটি চমৎকার ফুটবল উপহার দিয়েছে। কিন্তু তাদের অধিকাংশ আক্রমণ থমকে গেছে প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলকিপারের দৃঢ়তার কারণে। পুরো ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের গোলকিপার কিরণ কুমার। ফাইনাল নিশ্চিত করার পর কোচ নিজাম মোহাম্মদ বলেন, ‘এই টুর্নামেন্টের শিরোপা জিতে ঘরে ফিরবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।