Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা-মেয়ের আবেগপূর্ণ গান

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি কবে সুস্থ হবেন বা আদৌ সুস্থ হবেন কিনা তা একমাত্র আল্লাহই জানেন। এরই মধ্যে দিতি ও তার মেয়ে লামিয়া চৌধুরীর গাওয়া একটি গানের ভিডিও ইউটিউবে শেয়ার করেন লামিয়া। ইউটিউব সাজেশনে পাওয়া গানটি তাকে হঠাৎ আবেগতাড়িত করে তোলে। ‘মাগো তুমি বিনে দেখা হতো না’ শিরোনামের গানটির ভিডিও লামিয়া কখনো প্রকাশ করেননি। প্রকাশ করেননি অনেকটা লজ্জায়। এখন এই গানটিই দিতির কোনো ভক্ত ইউটিউবে ছেড়ে দিয়েছেন। ভিডিওটি নির্মাণ করা হয়েছে পারিবারিক ছবি দিয়ে। তাতে দিতি ও লামিয়ার পাশাপাশি দেখা যায় সোহেল চৌধুরী ও দীপ্তকে। আবেগপূর্ণ কথার গানটি এখন লামিয়াকে তাড়িয়ে বেড়াচ্ছে। লামিয়া জানান, বেশ কয়েক বছর আগে অনেকটা ইমোশনালি বø্যাকমেইল করে মা তাকে গানটিতে কণ্ঠ দিতে রাজি করান। কারণ, লামিয়ার পছন্দ পশ্চিমা ধারার গান। আবেগাপুøত এমন গান তার পছন্দ নয়। তাই কখনো বন্ধুদের জানাননি। কিন্তু গত বুধবার ইউটিউব সাজেশনে গানটির দেখার পর লামিয়া আবেগাপ্লুত হয়ে উঠেন। তিনি ফেসবুক পোস্টে লিখেন, জানি না গানটি কে পোস্ট করেছেন। আপনাকে ধন্যবাদ। কী অদ্ভুত ব্যাপার! এক সময় যা লজ্জার ছিল, এখন তা অনেক মূল্যবান হয়েও অর্থহীন হয়ে গেল। যদি সম্ভব হতো এমন গান তিনি শখানেক গাইতাম। এটা এখন আর সম্ভব নয়। উল্লেখ্য, গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। সুর ও সঙ্গীত করেছেন পল্লব স্যান্নাল। এ গানটি লেজার ভিশন থেকে প্রকাশিত ‘ফিরে যেন আসি’ অ্যালবামে ২০১১ সালে যুক্ত করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা-মেয়ের আবেগপূর্ণ গান

২৭ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ