Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মার্কিন অর্থনীতিতে অলৌকিক অর্জন এনেছে অভিবাসীরাই

অস্কারে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেছেন, অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ‘অলৌকিক’ অর্জন এনেছে। শুরু থেকে আজ পর্যন্ত মার্কিন অর্থনীতির এই অলৌকিক অর্জন খুঁজতে গেলে সেসব মানুষকেই পাওয়া যাবে, যারা নিজেদের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সাহস করেছিলেন বলে জানান তিনি। বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির এই প্রধান নির্বাহী গত শনিবার অনলাইনে তার শেয়ারহোল্ডারদের কাছে দেয়া বার্ষিক এক চিঠিতে এসব কথা বলেন। তার ভাষায়, ‘সেই ২৪০ বছর অর্থাৎ আমার বয়সের তিনগুণ বেশি সময় আগে মার্কিনিরা মানুষের উদ্ভাবনী ক্ষমতা, বাজার ব্যবস্থা এবং মেধাবী ও উচ্চাকাক্সক্ষী অভিবাসীদের একত্র করতে পেরেছিল। প্রাচুর্য অর্জনে এটা আমাদের পূর্বপুরুষদের স্বপ্নকেও ছাড়িয়ে গিয়েছিল। তবে চিঠির কোথাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান বাজার ব্যবস্থাকে সমর্থন করে এই ধনকুবের আরও বলেন, মার্কিন বাজারব্যবস্থা হচ্ছে জাতীয় সম্পদ সৃষ্টিতে মূলধন, মেধা আর শ্রমের সমন্বয়। এদিকে, চলচ্চিত্র বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ করেছেন অনেকে। অস্কার প্রদান মঞ্চে নীল রিবন পরে প্রতিবাদ জানাতে দেখা গেছে পুরস্কারের জন্য মনোনীত অনেক অভিনেতা-অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীকে। এবারের অস্কারের জন্য মনোনীত ক্যাসি অ্যাফ্লেক, রুথ নেগা, র‌্যাবি জেনকিন্সসহ অনেকে নীল রিবন পরে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ জানিয়েছেন। সাত মুসলিম দেশের নাগরিক, শরণার্থী ও পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তার বিরুদ্ধে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন হলিউডের অনেক তারকা। প্রতিবাদের সেই ঢেউ এসে লাগল অস্কারেও। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ উচ্চ আদালত রহিত করে দেওয়ায় এখন স্বাভাবিক অবস্থা রয়েছে। তবে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আবার নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন নীতি কড়াকড়ি করা হবে। পোশাকের সঙ্গে নীল রিবন পরে প্রতিবাদের এই উদ্যোগ গ্রহণ করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন নামে একটি সংগঠন। ক্যাসি অ্যাফ্লেক ম্যানচেস্টার বাই দ্য সি চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। লুজ টাউনস-মিরান্ডা ও লিন-ম্যানুয়েল মিরান্ডাকে অস্কার মঞ্চে দেখা যায় নীল রিবন পরিহিত অবস্থায়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ