Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার যুক্তরাজ্য থেকে বের করে দেয়া হলো এক নারীকে

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিয়ের পর ২৭ বছর ধরে ব্রিটেনে থাকছেন তিনি। অথচ হঠাৎ করেই তাকে সেখান থেকে তার দেশে পাঠিয়ে দেয়া হয়। ইরিন ক্লেন্নেল নামে সিঙ্গাপুরের এক নারী এক ব্রিটিশকে বিয়ে করার পর প্রায় তিন দশক ধরে স্বামীর সঙ্গেই ব্রিটেনে থাকছিলেন। কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ তাকে সিঙ্গাপুরে ফেরত পাঠালো। তাকে একটি স্কটিশ বন্দিশালায় রাখা হয়। তাকে আগে থেকে কোনো সতর্কতা প্রদান না করে হুট করেই দেশে পাঠিয়ে দেয়া হয়। ডারহাম শহরের কাছাকাছি এলাকায় স্বামী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন ক্লেন্নেল। তার দুই ছেলেই ব্রিটেনের নাগরিক। কি কারণে তাকে এভাবে দেশে ফেরত পাঠানো হলো সে বিষয়ে স্বরাষ্ট্র ভবনের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ক্লেন্নেল বিবিসিকে জানিয়েছেন, গত শনিবার দক্ষিণ লানার্কসায়ারের ডুনগাভেল বন্দিশালা থেকে একটি ভ্যানে করে তাকে বিমানবন্দরে নেয়া হয়। তিনি তার আইনজীবীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি। এমনকি তিনি তার বাড়ি থেকে প্রয়োজনীয় কাপড়-চোপড়ও নিতে পারেননি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ