মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য ডাকিনীবিদ্যার অনুসারীরা জাদুমন্ত্র পড়া শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার রাত থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। রক্ষণশীলরা এই ঘটনায় ক্ষোভ জানিয়ে ডাইনিরা আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ বিরোধীরা যখন তাকে হোয়াইট হাউসের বাইরে দেখার জন্য আরো চার বছর অপেক্ষা করার প্রস্তুতি নিছেন, তখন যুক্তরাষ্ট্রের ডাকিনীরা বেশ আশাবাদী। এ সংক্রান্ত একটি ফেসবুক গ্রæপে প্রায় সাড়ে দশ হাজার মানুষ যোগ দিয়েছে। তারা অনলাইনে প্রচারণা চালাছেন তারা। খ্রিস্টান রক্ষণশীলরা এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এবং ডাইনিরা আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করছে। নিজেকে জাদুর বুদ্ধিজীবী হিসেবে দাবি করেন এমন একজন লেখক, মাইকেল হিউস অনলাইনে এ সংক্রান্ত একটি মন্ত্র পোস্ট করেছেন। তিনিৎ বলেছেন যে, বিভিন্ন ডাকিনীবিদ্যার ফোরামে তিনি এ ধরনের অনেক মন্ত্র দেখেছেন। ঐ মন্ত্র পড়ার জন্য একটি কমলা রঙ্গের মোমবাতি, ট্রাম্পের একটি ছবি এবং ডাকিনীবিদ্যায় ব্যবহৃত একটি ট্যারট কার্ড ব্যবহারের কথা বলেছেন। জাদুবিদ্যার অনুসারীদের বলা হয়েছে ঐ মোমবাতির ওপর একটি পিনের সাহায্যে ট্রাম্পের নাম লিখতে, একটি মন্ত্র পড়তে এবং এরপর মি. ট্রাম্পের ছবিটি পুড়িয়ে ফেলতে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।