Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বখ্যাত অভিনেতা বিল প্যাক্সটন পরলোকে

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বখ্যাত হলিউড অভিনেতা বিল প্যাক্সটন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। মার্কিন গণমাধ্যমে একথা বলা হয়েছে। তিনি অ্যালিয়েন্স ও টাইটানিক সিনেমায় অনবদ্য অভিনয় করে সুপরিচিত হন। বিল প্যাক্সটন অস্ত্রোপচারের পর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। টেক্সাসের এই অভিনেতার সিনেমাগুলোর মধ্যে টার্মিনেটর, অ্যাপোলো ১৩, ট্রু লাইস, টাইটানিক ও ১৯৯৬ সালের টুইস্টার বিশ্বব্যাপী ব্যাপক সফলতা পায়। টুইস্টারে তিনি হেলেন হান্টের বিপরীতে অভিনয় করেন। তার স্ত্রী লুইস নিউবুরি(৩০) ও তাদের দুই সন্তান রয়েছে। প্যাক্সটন টিভি মিনি সিরিজ হ্যাটফিল্ডস ও ম্যাককয়সে অভিনয় করে এ্যামি পুরস্কার লাভ করেন। এইচবিও ড্রামা বিগ লাভে অনবদ্য অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গেøাবে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পান। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ