Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক ও পুলিশের সহায়তায় ২ মাস পর মা ফিরে পেল সন্তানকে

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চন্দনাইশ উপজেলা সংবাদদাতা : সাংবাদিক ও পুলিশের সহায়তায় ২ মাস পর মা ফিরে পেল তার রিয়াজকে। গত ২৪ ফেব্রুয়ারী রাত ১১টায় রিয়াজ (৯) নামের একটি শিশু চন্দনাইশ উপজেলা সদরে ঘুরাফেরা করছিল। এ সময় পথচারীরা তার পরিচয় জানতে চাইলে সে তাদের কাছে বিভিন্ন দোকানে চাকরি খুঁজে। এ সময় দৈনিক ইনকিলাব ও এনটিভির প্রতিনিধি এমএ মোহসীন লোকজনের ভিড় দেখে এগিলে গেলে দেখতে পান অজ্ঞাত একটি শিশু বিভিন্ন লোকজনের কাছে চাকরির সন্ধানে আকুতি করে। এ সময় পথিক নাছিরের সহায়তায় সংবাদিক শিশুটি নিয়ে চন্দনাইশ থানা ওসি তদন্ত কর্মকর্তা দীপাংকর রায়ের কাছে উপস্থিত হন। পুলিশ ও সাংবাদিক তার পরিচয় জানতে চাইলে শিশুটি জানায়, কক্সবাজার জেলার হারবাং এলাকার গ্রামের পেকুয়া থানার মৃত ছৈয়দ আলমের ছেলে। তার দেয়া তথ্য অনুযায়ী চন্দনাইশ থানা পুলিশ দ্রুত পেকুয়া ও চকরিয়া থানায় ছেলেটির অভিভাবক সন্ধানের জন্য অবহিত করলে থানা পুলিশের সহায়তায় তার মা পুত্র সন্ধান পেয়ে গতকাল দ্রুত চন্দনাইশ থানায় চলে আসেন। মা খালেদা আক্তার চন্দনাইশ থানায় এসে ২ মাস পর তার শিশু সন্তানকে সাংবাদিক ও পুলিশের সহায়তায় খুঁজে পেয়ে আনন্দে ভরে উঠে। মা খালেদা বেগম জানায়, ছেলে তার বকুনি খেয়ে রাগ করে ঘর থেকে বের হয়ে দীর্ঘ ২ মাস ধরে নিখোঁজ ছিল। এতদিন পর মা ও ছেলে পরস্পর একে অপর দেখা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। এবং থানা থেকে মা তার ছেলে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ