Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে ইভটিজিং এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীর সঙ্গে অসদাচারণের প্রতিবাদ করায় প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের দুই কর্মী। মারধরের শিকার রনি হাসান ও রাহুল সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এসময় তাদের একজনের চোখে গুরুতর আঘাত পায়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পেছনে এ ঘটনা ঘটে। মারধরকারী মিরাজ ও রাহাত রাবি ছাত্রলীগের কর্মী এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ চলাকালীন ছাত্রলীগ কর্মী মিরাজ ও রাহাতসহ মার্কেটিং বিভাগের ৫/৬ জন বন্ধু সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর পাশে বসে অসদাচারণ করে। এসময় ওই ছাত্রীর সহপাঠী রনি ও রাহুল গিয়ে প্রতিবাদ করে। এরপর মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক তরুন কুমার জোয়ারদার গিয়ে বিষয়টি মিমাংশা করে দেন। অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হলে ওই ছাত্রীর সহপাঠীদের ডেকে নেয় মিরাজ ও রাহাতের বন্ধুরা। এসময় রনি ও রাহুলকে শহিদ মিনারের দিকে ডেকে নিয়ে মারধর করে। মারধরের এক পর্যায়ে রনির চোখে থাকা চশমা ভেঙে চোখে গুরুতর আঘাত পায়। মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. সলিল রঞ্জন সমাদ্দার বলেন, ‘আহত শিক্ষার্থীর চোখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেকের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। আর তার চোখে আগের সমস্যা থাকার কারণে এ নতুন আঘাত বড় ধরনের প্রভাব ফেলতে পারে।’
মারধরের শিকার রনি হাসান বলেন, ‘মিলনায়তনের ভেতরে আমাদের বান্ধবীকে উত্যক্ত করার সময় প্রতিবাদ করি। এসময় একজন স্যার এসে সমাধান করে দেন। অনুষ্ঠান শেষে বের হয়ে আবারো উত্যক্ত করলে প্রতিবাদ করি। এসময় তারা ধাক্কাতে ধাক্কাতে মিলনায়তনের পূর্ব দিকে নিয়ে গিয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে আমার চোখে থাকা চশমা ভেঙে চোখে আঘাত পায়।’
ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ কর্মী রাহাত বলেন, ‘আসলে রনি ছোট হয়েও আমাদের সঙ্গে বেয়াদবি করে। তাই আমার বন্ধু মিরাজ তাকে মারধর করে। আমি তাকে মারধর করিনি।’ মিরাজ মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বেয়াদবি করার জন্য তাকে শুধু আমি একটি চড় মেরেছি। এতে তার চোখে আঘাত লাগে।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মুজিবুল হক আজাদ বলেন, ‘আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অধীনে চিকিৎসা দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ