Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পূজার ছুটিতে রাবির ডাইনিং-ক্যান্টিন বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ৪:২৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিনের ছুটি চলছে। এ ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকলেও বন্ধ আছে ডাইনিং, ক্যান্টিন ও ক্যাম্পাসের হোটেল গুলো। এতে খাবার নিয়ে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঠদান কার্যক্রম দুর্গাপূজা, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও শুক্র-শনিবার মিলিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকছে। কিন্তু এ ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকলেও শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির অজুহাত দেখিয়ে হলগুলোর ডাইনিং বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কিছু হলে ক্যান্টিন খোলা থাকলেও অনেক হলে আবার বন্ধ রয়েছে। এমনকি ক্যাম্পাসের ভেতরের হোটেলগুলোও রয়েছে বন্ধ। ফলে খাবারের জন্য শিক্ষার্থীদের যেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা বিনোদপুর, স্টেশনবাজার, তালাইমারির হোটেলগুলোতে। সেখানে নিম্নমানের খাবার বিক্রি করে বেশি টাকা আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও হলগুলো খোলা রাখা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে ডাইনিং ও ক্যান্টিন বন্ধ রাখা উচিত হয়নি প্রশাসনের।

অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সফিকুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছে। তাদের বিষয়টা মাথায় নিয়ে বিকল্প ব্যবস্থা করে ডাইনিং ও ক্যান্টিন বন্ধ করা উচিত ছিল। আমরা যারা একদম রান্না করতে পারি না তারা মহাবিপদে আছি। অনেক দূরে গিয়ে খাবার খেতে হচ্ছে। তিনবেলার খাবার এক বেলাও খাচ্ছি। আশপাশে চারটি হলের মধ্যে একটি ডাইনিং খোলা থাকলেও আমরা চার হলের শিক্ষার্থীরা সেই ডাইনিংয়ে খেতে পারতাম। এভাবে ১৭ হলের ৩-৪টা হলের ডাইনিং খুলে দিলে সব শিক্ষার্থী উপকৃত হবে।

সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসা হক বলেন, আমরা অনেকই আবাসিক হলে অবস্থান করছি। সামনে পরীক্ষা থাকার ফলে অনেকেই বাড়িতে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে না যাওয়াটা চরম ভুল ছিল। হলের ডাইনিং বন্ধ, অনেক হলে ক্যান্টিন বন্ধ, হলগুলোর বাইরে যে হোটেলগুলো সব সময় খোলা থাকতো সেগুলো এখন বন্ধ রয়েছে। ফলে আমাদের খাবার খেতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে। এখনো ক্যাম্পাস খুলতে অনেকদিন সময় লাগবে। আমি চাই প্রশাসন শিক্ষার্থীবান্ধব একটা ব্যবস্থা নিক।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো - ভিসি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, হলের বিষয়গুলো হল প্রাধ্যক্ষের দায়িত্বে থাকে। তবে শিক্ষার্থী থাকা স্বত্বেও বিকল্প ব্যবস্থা না করে ডাইনিং বন্ধ করা উচিত হয়নি। সব হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ