প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রিচি কিন পরিচালিত কমেডি চলচ্চিত্র ‘ফিস্ট ফাইট’। এটি কিনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিভিন্ন টিভি সিরিজের বিশের বেশি পর্ব পরিচালনা করেছেন।
অ্যান্ডি ক্যাম্বেল (চার্লি ডে) গোবেচারা ধরনের ইংরেজি শিক্ষক। হাইস্কুলের ওপরের ক্লাসের এক ছাত্র তার মোবাইল অ্যাপ দিয়ে ক্লাসের ভিসিআরে অশ্লীল চলচ্চিত্র চালিয়ে দিলে তা সহজভাবে নিতে পারেনি সে। ঠিক একই অবস্থা সৃষ্টি হয় তার ষন্ডামার্কা ইতিহাসের সহকর্মী রন স্ট্রিকল্যান্ডের (আইস কিউব) ক্লাসে। সেও সহজভাবে নিতে পারেনি ব্যাপারটি এবং ছাত্রটির চেয়ার টেবিল কুড়াল দিয়ে টুকরা টুকরা করে দেয়। তারা দুজনই বিষয়টি প্রিন্সিপালকে রিচার্ড টাইলারকে (ডিন নরিস) জানায় এবং অ্যান্ডি বোঝাতে সক্ষম হয় এই ঘটনার জন্য রনই দায়ী। এতে রন আরও রেগে যায় এবং অ্যান্ডিকে স্কুল শেষে খালি হাতে মারামারি করার চ্যালেঞ্জ দেয়। দিনটি ছিল শিক্ষাবর্ষের শেষ দিন। ভয় পেয়ে রন পুলিশকে বিষয়টি জানায় এতে কোন সমাধান পেতে তো সে ব্যর্থ হয় তার চেয়ে বড় কথা বিষয়টি সারা শহরে ছড়িয়ে পড়ে; পুলিশ জানায় পুরুষের মতো মোকাবেলা করতে ব্যাপক সাড়া পড়ে যায় স্কুল আর আশপাশের এলাকায়। নির্ধারিত হয় স্কুলের পার্কিং এলাকায় হবে এই ফিস্ট ফাইট। শর্ত মতো অ্যান্ডি এই যুদ্ধে যে কারও পরামর্শ নিতে পারবে। তাকে নৈতিক সমর্থন আর উৎসাহ দিতে তার পাশে দাঁড়ায় তার প্রেমময় স্ত্রী ম্যাগি (জোয়েনা গার্সিয়া)। তার উৎসাহদানকারী দলে আরও যোগ দেয় গাইডেন্স কাউন্সেলর হলি (জিলিয়ান বেল) এবং কোচ রলিন্স (ট্রেসি মর্গান)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।