Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের তৈরি করা একটি প্রস্তাবে ভেটো দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাশিয়া। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে দামেস্কের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করতে চায় দেশ তিনটি। এ প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত ভøাদিমির সাফরোনকভ বলেন, আমি আমাদের অবস্থান খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এরপরও যদি আমেরিকা ও তার মিত্ররা প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের বৈঠকে তোলে তাহলে আমরা তাতে ভেটো দেব। নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে গত (শুক্রবার) তিনি একথা বলেন। রুশ কূটনীতিক পশ্চিমাদের তোলা এ প্রস্তাবকে একপক্ষীয় বলে তা নাকচ করেন। তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ নেই। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স আগামী দুই একদিনের মধ্যে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলতে চায়। সিরিয়ার সরকার বার বার বলেছে, তারা কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি। সূত্র : পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ