মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের সঙ্গে মার্কিন নতুন প্রশাসনের কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত যতটুকু যোগাযোগের ঘটনা ঘটেছে তা নিতান্তই পরমাণু সমঝোতার বিষয়ে হয়েছে; অন্য কোনো ইস্যুতে নয়। গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এসব কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেন, পরমাণু সমাঝোতার আগে আমেরিকার সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে তা একেবারেই ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ছিল। পরমাণু সমঝোতা সই হওয়ার পর আমেরিকার সঙ্গে ইরানের রাজনৈতিক যোগাযোগ শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকমের যোগাযোগ আছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বাহরাম কাসেমি এসব কথা বলেন। পার্সটুডে।
পেরেজ ২৩৫ ভোট, এলিসন পেয়েছেন ২০০ ভোট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।