মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: এবারের অস্কার পুরস্কারে তথ্যচিত্র বিভাগে শ্রেষ্ঠ তথ্যচিত্রের জন্য মনোনীত হয়েছে দি হোয়াইট হেলমেটস। এ তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধে অসহায় নিরস্ত্র মানুষ কিভাবে নিদারুণ জীবনযাপন করছে। এ ছবির চিত্রগ্রাহক ২১ বছর বয়সী খালেদ খতিবের খুব ইছা ছিল তিনি হলিউডের বড় বড় তারকাদের পাশে বলে এই অনুষ্ঠান উপভোগ করবেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের আপত্তির কারণে সেটা আর হলো না। তিনি টার্কিশ এয়ারলাইনসের বিমানে উঠার জন্য ইস্তাম্বুল বিমানবন্দরে যান তখন তার যাওয়াকে আটকে দেওয়া হয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যে, খালেদ খতিবকে অস্কারের জন্য লস এ্যাঞ্জেলস যেতে দেওয়া হবে না। কথা ছিল খালেদ খতিব ইস্তান্বুল থেকে তার্কিস এয়ারলাইনসে করে শনিবার লস এ্যাঞ্জেলস পৌঁছুবেন। কিন্তু খতিব সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য থাকায় তাকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বলা হছে। মার্কিন ইমিগ্রেশনে বিভ্রান্তিকর বলে যে বিভাগটি রয়েছে, তাতে সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্তা থেকে পাসপোর্টের অনিয়ম পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। এ ব্যাপারে হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র জিলিয়ান খ্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে হলে যথাযথ কাগজপত্র থাকতে হবে। ৪০ মিনিটের নেটফ্লিক্স তথ্যচিত্র দি হোয়াইট হেলমেটস শ্রেষ্ঠ তথ্যচিত্রের মনোনয়ন পেয়েছে। অস্কার পাবেন পরিচালক ওরলেন্ডো ভন এইনসাইডেল এবং প্রযোজক জোয়ান্না নাতাশেগারা। খতিব হলেন চিত্রায়নের জন্য তৃতীয় ব্যক্তি। ফটোগ্রাফির পরিচালক হলেন ফ্রাংকলিন ডো। তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে, কিভাবে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় উদ্ধারকর্মীরা জীবনবাজি রেখে উপদ্রুতদের উদ্ধার করছে। অনেকেই মারা পড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান হামলার কারণে। গত বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য এই গ্রুপটি মনোনীত হয়েছিল। দি হোয়াইট হেলমেটসের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে প্রতীকীব্যঞ্জনায়। সূত্র : এপি ও গ্লোবাল নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।