Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসন প্রশ্নে ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ ওঁলাদ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ফ্রান্সের অভিবাসন নীতি ও দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেছেন, একটি বন্ধুপ্রতীম দেশের ব্যাপারে এরকম সন্দেহ ও অবিশ্বাস নিয়ে কথা বলা উচিত নয়। গত শনিবার ফ্রান্সের কৃষি বিষয়ক এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ওলাঁদ আরো বলেন, আমি কখনো কোনো বন্ধু দেশের ব্যাপারে এরকম করব না এবং মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকেও  আশা করব তিনি ফ্রান্সের ব্যাপারে এরকম করবেন না। ডোনাল্ড টাম্প অভিবাসীদের ব্যাপারে নিজের বিতর্কিত নীতির পক্ষে কথা বলতে গিয়ে সম্প্রতি ফ্রান্স, সুইডেন ও জার্মানির এ সংক্রান্ত নীতির সমালোচনা করেন। তিনি শুক্রবার এক ভাষণে বলেন, সুইডেন, জার্মানি ও ফ্রান্সের গৃহীত নীতির  পরিণামে দেখুন নিস ও প্যারিসে কি ঘটেছে। তিনি প্যারিসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের কথিত এক বন্ধুর বক্তব্য উদ্ধৃত করে বলেন, আমার বন্ধু প্রতি বছর প্যারিস সফর করত।  কিন্তু সম্প্রতি সে আমাকে বলেছে, ৪/৫ বছর ধরে সে প্যারিসে যায় না কারণ প্যারিস এখন আর সেই আগের প্যারিস নেই। পার্সটুডে।
ইন্দোনেশিয়ার এক নারীর স্বীকারোক্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ