Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ হাজার টন রাসায়নিক অস্ত্র আছে উ.কোরিয়ার

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার কাছে পাঁচ হাজার টন রাসায়নিক অস্ত্র মজুদ আছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং ন্যামের হত্যাকা-ে ব্যবহৃত রাসায়নিক পদার্থও (ভিএক্স) উত্তর কোরিয়ার কাছে বলে দাবি দক্ষিণের। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে ওই দাবি তোলা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০১৪ সালের একটি নথিতে বলা হয়, উত্তর কোরিয়া ১৯৮০ সালেই রাসায়নিক অস্ত্র তৈরি শুরু করে। এখন তাদের মজুদে আড়াই থেকে পাঁচ হাজার টন রাসায়নিক অস্ত্র আছে। একই ধরনের একটি ২০১২ সালে প্রকাশিত হয়। সেই নথিতে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার আটটি জায়গায় রাসায়নিক অস্ত্রগুলো তৈরি করা হচ্ছে। এর মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বন্দর চংজিন ও উত্তর-পশ্চিমাঞ্চলের শহর সিনুইজু রয়েছে। দক্ষিণ কোরিয়ার এক প্রতিরক্ষা বিশ্লেষক জানান, উত্তরের কাছে বিপুল পরিমাণ ভিএক্স রয়েছে যা অনেক কম খরচে তৈরি করা যায়। বিষাক্ত এই রাসায়নিকের এক ফোঁটাও একজন মানুষের স্নায়ু ব্যবস্থাকে ধ্বংস করে দিতে যথেষ্ট সক্ষম।  রয়টার্স, ওয়েবসাইট।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ