মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইহুদি-মুসলমানের মধ্যে বন্ধুত্ব! কথাটা একটু আশ্চর্যজনক। দশকের পর দশক ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলামান যুদ্ধ ইহুদি-মুসলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা ভাববার অবকাশ দেয় না। তবে সবই যে শক্রতার সম্পর্ক তেমন নয়, বন্ধুত্বও আছে। একটা উদাহরণ দিয়ে তো আর গড়ে একটা কথা বলা যায় না। এমনই এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সেন্ট লুইসের মুসলিমরা। তারা ইহুদির ক্ষতিগ্রস্ত একটি সমাধিক্ষেত্র সংস্কারের জন্য তহবিল সংগ্রহ তৈরির কাজ শুরু করেছেন। এ কাজ শুরুর এক দিনের তারা ৫৫ হাজার ডলার সংগ্রহ করেছে। তৃণমূলের অধিকার রক্ষার সংস্থা এমপাওয়ার চেঞ্জ এর অধিকার কর্মী লিন্ডা সারসোউর এবং অলাভজনক প্রতিান সেলিব্রেটমার্সির তারেক এল-মেসিদি সমাধিক্ষেত্র সংস্কারের জন্য সাহায্য করার আবেদন করে। সেন্ট লুইসের চেসদ শেল এমথ সমাধিক্ষেত্রের জন্য তারা অর্থ সংগ্রহের কাজ শুরু করে। কাজ শুরুর একদিনের মাথায় তারা খুব ভালো সাড়া পেয়েছে। একদিনের মধ্যে তারা ৫৫ হাজার ৩৪১ ডলার সংগ্রহ করেছে। তবে কারা, কখন কিভাবে ইহুদির সমাধিক্ষেত্রটি ভেঙেছে তারা কেউই জানে না। স্থানীয় পুলিশও জানে কাজটি কে বা কারা করেছে। অধিকার কর্মীরা বলেন, এ ঘটনার পর আমেরিকান মুসলিমরা ইহুদি কমিউনিটির প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।