Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অর্থ আত্মসাতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের প্রধান শিক্ষক কর্তৃক উপবৃত্তির টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারি উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে। জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ প্রাথমিক বিদ্যালয়ের নামে বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্টের আওতায় ২০১৪ সালের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অবৈধভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা ২২ ফেব্রুয়ারি পাত্রখোলা বাগান ব্যবস্থাপককে অবহিত করেন। বিষয়টি প্রধান শিক্ষক জানতে পেরে দলবল নিয়ে অভিভাবকদের ওপর হামলা চালালে তিনজন আহত হন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে ২৫ ফেব্রুয়ারি এরই প্রতিবাদে পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক ও বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন জানান, উপবৃত্তির টাকা সুষ্ঠু ও সঠিকভাবে বণ্টন করা হয়েছে। আমার ওপর মিথ্যা অভিযোগ করে মানববন্ধন করা হয়। তিনি জানান, চা শ্রমিক হিসেবে বেতন ভোগ করছি এবং প্রধান শিক্ষক হিসেবে আমাকে ব্যবস্থাপক সামান্য সম্মানী দিয়ে থাকেন। পাত্রখোলা বাগান ব্যবস্থাপক শামসুদ্দিন আহমদ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থ আত্মসাতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ