পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইউরোপের দেশ নেদারল্যান্ডে পণ্য রপ্তানি লক্ষ্যে সেখানকার জনপ্রিয় চেইন শপ অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। গত বুধবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এ চুক্তি সম্পাদিত হয়। প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের প্রধান নির্বাহী উইম অ্যাঞ্জেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায়, অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপ চলতি বছরে ২০ লাখ ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য ক্রয় করবে। এসব পণ্যের মধ্যে থাকছে নুডল্স, জুস ও বিভিন্ন কনফেকশনারি পণ্য। ইলিয়াছ মৃধা জানান, ইউরোপের বিভিন্ন দেশে প্রাণ পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই চুক্তির ফলে এখন নেদারল্যান্ডে প্রাণ পণ্য সহজলভ্য হবে। নেদারল্যান্ড ছাড়াও ফ্রান্স, ইটালি, গ্রীস, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্নদেশে প্রাণ পণ্য নিয়মিত রফতনি হচ্ছে বলে আরো জানান তিনি। ইম অ্যাঞ্জেল জানান, প্রাণ বাংলাদেশের সুবিদিত খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তফতনিকারক প্রতিষ্ঠান। বর্হিবিশ্বে প্রাণ এর সুনাম রয়েছে। নেদারল্যান্ডে প্রাণ পণ্য আরো জনপ্রিয় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ-এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (রফতানি) গোলাম রসুল, অ্যাসিসটেন্ট ম্যানেজার (রপ্তানি) মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বতর্মানে প্রাণ এর পণ্য বিশ্বের ১৩৪টি দেশে রফতানি হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ১৮৪ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রফতানি করেছে প্রাণ গ্রুপ। -বিজ্ঞপ্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।