মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত পত্রিকা গেøাবাল টাইমস-এর এক উপ-সম্পাদকীতে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট এলাকায় বেইজিং সামরিক ব্যবস্থা মোতায়েন করবে। দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই উপ-সম্পাদকীয় প্রকাশ করা হলো। গেøাবাল টাইমসের যেকোনো নিবন্ধকে চীনের রাষ্ট্রীয় অবস্থান বলে স্বাভাবিকভাবে ধরে নেয়া হয়। গেøাবাল টাইমসের নিবন্ধে এ সম্পর্কে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতদিন দক্ষিণ চীন সাগরে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকবে ততদিন ওই পানিসীমায় শান্তি বজায় থাকবে। কিন্তু মার্কিন সেনাবাহিনী যদি বেইজিংকে ভয় দেখানোর নীতিতে অটল থাকে তাহলে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন দেখতে বাধ্য হবে তারা। দক্ষিণ চীন সাগরে ক্যারিবিয়ান সাগরের মতো আচরণ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বেইজিং বলছে, সমুদ্রসীমায় অবাধ চলাচলের আন্তর্জাতিক আইনের অপপ্রয়োগ করে উপকূলবর্তী দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে ওয়াশিংটন। চলতি মাসের গোড়ার দিকে মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ারসহ বেশ কিছু যুদ্ধজাহাজ পাঠায়। যদিও যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, এটি তাদের নিয়মিত টহল। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।