Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযান সফল হয়েছে : সেনাপ্রধান

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়া অভিযানে তুর্কি বাহিনী পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনে সফল হয়েছে বলে জানিয়েছেন সেদেশের সেনাপ্রধান হুলুসি আকার। অর্থাৎ উত্তরাঞ্চলে দখল নিতে তুরস্কের সেনাবাহিনী যে অভিযানের পরিকল্পনা নিয়েছিলো তা বাস্তবায়িত হয়েছে। তুরস্কের চীফ অব স্টাফ আকার জানান, গত ছয় মাস আগে অভিযান চালিয়ে সিরিয়ার আল-বাব শহরটি দখলে নিতে সক্ষম হয়েছে তাদের সেনারা এবং এর মধ্য দিয়ে তুর্কি বাহিনীর অভিযান সফল হয়েছে। শহরটি তুরস্কের নিয়ন্ত্রণে নেয়ায় আল-বাব শহরের জীবনযাত্রা স্বাভাবিক হবে এবং অন্যত্র পালিয়ে যাওয়া এলাকাবাসী নিজেদের বাড়ি ফিরে আসতে পারবে বলে জানিয়েছেন আকার। তুরস্কের সীমান্ত এলাকা পরিদর্শনকালে হুলুসি আকার বলেন, ইউফ্রেটিসের তীরঘেঁষে বিরূপ প্রকৃতির মধ্যেও সতর্কতার সাথে সংঘাত পরিচালনা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে তুরস্কের সীমান্ত গাজিয়নটেপে আইএস কর্তৃক গাড়ি বোমা হামলা ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তা হারবার্ট কার্লিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নিরাপদ যোগাযোগের জন্য স্থলপথের প্রয়োজন। কারণ বিমানের চলাচলে দুই দেশের মধ্যে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। ২০১৫ সালে তারা একটি স্থল যোগাযোগের লিঙ্ক তৈরি করতে সম্মত হয় যা পাইলটদের সিরিয়া সীমান্ত অতিক্রমের সময় সংঘর্ষ এড়াতে সক্ষম হবে। রয়টার্স, আসার্ক এলাওসেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ