মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় অভিবাসনবিরোধী এবং অভিবাসনের পক্ষে অনুষ্ঠিত বিক্ষোভ ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করেছে পুলিশ। এ সপ্তাহের শুরুর দিকে প্রিটোরিয়া ও জোহানেসবার্গের কিছু এলাকায় নাইজেরিয়ার নাগরিকদের উপর হামলা এবং সোমালীয়, পাকিস্তানি ও অন্যান্য অভিবাসী মালিকানাধীন দোকানে লুটপাট চালানো হয়। সা¤প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের হার সর্বোচ্চ রেকর্ডের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। স্থানীয়দের অভিযোগ, অভিবাসীরা তাদের কাজের ক্ষেত্র কেড়ে নিচ্ছে। সেইসঙ্গে তাদের কারণে দেশটিতে অপরাধ কর্মকান্ডও বেড়ে গেছে। এর জের ধরে গত শুক্রবার রাজধানীতে অভিবাসন বিরোধীদের একটি দল এবং অভিবাসীদের পক্ষের একটি দল মুখোমুখি অবস্থান নেয়। সশস্ত্র পুলিশ মাঝখানে অবস্থান নিলেও উভয়পক্ষ পরস্পরবিরোধী ¯েøাগান দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে বাধ্য হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, লুটপাটের পর প্রিটোরিয়ার দক্ষিণাঞ্চলের মারাবাসতাদ এলাকার অধিকাংশ দোকান বন্ধ আছে। ওই এলাকার অনেক দোকানের মালিক অভিবাসী। মারাবাসতাদে লুটপাটের প্রতিবাদে অভিবাসীরা সড়কে জড়ো হওয়ায় অনেক সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ক্ষুব্ধ অভিবাসীরা জানায়, তারা তাদের সম্পদ রক্ষায় প্রস্তুত আছে। সোমালীয় এক দোকান মালিক রয়টার্সকে বলেন, আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। আমার দোকানে এক বছরে কয়েকবার লুটপাট হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিবাসী মালিকানাধীন দোকানগুলো যৌনকর্মী ও মাদকের আখড়ায় পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ৩৪ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তি বলেন, তিনি একটি উৎপাদন কারখানায় কাজ করতেন। কিন্তু জিম্বাবুয়ের এক নাগরিক তার তুলনায় কম মজুরিতে ওই কাজ করতে রাজি হওয়ায় তিনি চাকরি হারান। বন্দুক হাতে তিনি বলেন, পুলিশের উচিত আমাদের একা ছেড়ে দেয়া যাতে করে আমরা তাদের গুলি করতে পারি। দেশটির জাতীয় পুলিশ কমিশনার খোমোতসো ফাহলান বলেন, ক্রমাগত হানাহানি, লুটপাট ও সম্পত্তি বিনষ্ট করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৫৬ জনকে আটক করা হয়েছে। নৃশংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে। স্থানীয় এবং অভিবাসীদের মধ্যে এই সংঘর্ষের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। গত শুক্রবার জুমার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে নাগরিকদের প্রতি সব অপরাধ কর্মকান্ডের জন্য অভিবাসীদের দায়ী না করার অনুরোধ করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।