Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলান মালভূমি সিরিয়াকে দেবে না ইসরাইল

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভ‚মি কখনো সিরিয়ার কাছে ফেরত দেওয়া হবে না। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠককালে তিনি এ ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, গোলানের ওপর থেকে কখনো দখলদারিত্বের অবসান ঘটবে না। আমি চাই আপনারা সবাই ইসরাইলে আসুন, আপনারা জেরুজালেমের রাস্তায় হাঁটুন, গোলান মালভূমিতে বেড়ান। তবে যাই হোক, গোলান মালভূমি কখনো সিরিয়ার কাছে ফিরে যাবে না। এটা সবসময় ইসরাইলের অংশই থাকবে। এদিকে নেতানিয়াহুর অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে সিডনি টাউন হলে শত শত মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত ফিলিস্তিনি ভূখÐে অবৈধ বসতি স্থাপন এবং অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য নেতানিয়াহু দায়ী। এসব অপরাধের জন্য তাকে সিডনিতে স্বাগত জানানো নয় বরং এই ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ