Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় আইএসের গাড়ি বোমায় নিহত অর্ধশতাধিক

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আল বাব শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) গাড়িবোমা হামলায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে বার্তা সংস্থা নিহতের এ সংখ্যা জানায়। তবে দুইটি বিদ্রোহী দলের পক্ষ থেকে রয়টার্সকে অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে। আল বাবের উত্তর-পশ্চিমে সৌসিয়ান গ্রামে তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহীদের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে গত শুক্রবার এ হামলা চালানো হয়। এতে আরো বহু মানুষ আহত হয়েছে। তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা গত বৃহস্পতিবার আল বাব থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করে। উত্তর-পশ্চিম সিরিয়ায় আইএসের শেষ উল্লেখযোগ্য শক্তিকেন্দ্র ছিল আল বাব। কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর নিকটবর্তী ছোট শহর কাবাসিন ও আল বাজেহ থেকেও আইএস জঙ্গিদের হটিয়ে দেয় তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা। তুরস্ক সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিরীয় বিদ্রোহীরা আল-বাব শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ