Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিডিয়া আমাদের শত্রু : ট্রাম্প

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান পার্টির কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অসৎ গণমাধ্যম বরাবরই বেনামী সূত্রের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করে। তিনি এই ভুয়া সংবাদের কোন সূত্র নেই উল্লেখ করে তা প্রচার বন্ধের জন্যে সবাইকে আহŸান জানান। তিনি তার বক্তব্যে অসৎ গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, আমি কিছুদিন আগেও বলেছি আমাদের নাগরিকদের মূল শত্রæ অসৎ গণমাধ্যম। আমি আবার বলছি, অসৎ গণমাধ্যম। সবাই এই শব্দটি বাদ দিয়ে দেয়। গত শুক্রবার অনুষ্ঠিত কনফারেন্সে অভিযোগ করে তিনি বলেন, নিউজে আমার উদ্ধৃতি দিয়ে বলা হয়, মিডিয়া হচ্ছে আমাদের শত্রু। তিনি আরও বলেন, আমি মিডিয়ার কিংবা প্রেসের বিপক্ষে নই। আমি যদি ভুল কিছু করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে কোন সংবাদ বানালে আমি কিছুই মনে করবো না। আমি শুধুই ভুয়া খবরের বিরোধিতা করছি। এরা আমাদের সমাজকে প্রতিনিধিত্ব করে না এবং এদের কোন সূত্র নেই। ট্রাম্প এরপর বলেন, আমরা এই ভুয়া সংবাদ প্রচারের জন্যে লড়াই করছি। এগুলো ভুয়া, মিথ্যা। এদের কোন সূত্র নেই। তারা কোন সূত্র ছাড়াই একের পর এক ভুয়া সংবাদ দিয়ে যাচ্ছে। তাদের নিজস্ব উদ্দেশ্য থাকায় তারা সত্য তুলে ধরতে চায় না। মাইকেল ফ্লিনের পদত্যাগের ওপর করা সংবাদের ব্যাপারে তিনি বলেন, আমি সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটি সংবাদ পড়ি যেখানে তারা মাইকেল ফ্লিনের পদত্যাগের ওপর একটি সংবাদ করে। সেখানে তারা উল্লেখ করেছিল, তারা ৯ টি সূত্র অবলম্বন এই নিউজটি করে। তবে সেখানে ৯ টি নয়, একটিও আছে কিনা আমার সন্দেহ আছে। আমি এ বিষয়ে জড়িত সকলকেই ভালোমতো চিনি, এবং আমি জানি কে কে মিডিয়াতে মুখ খুলেছে। টেলিগ্রাফ ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ