রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা ও ১২টি ইউনিয়নের কৃষক শ্রেণী, দুঃস্থ নারী এবং সাধারণ মানুষ মুনাফা লাভের আশায় বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু পালনে ঝুঁকে পড়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এবং নিজস্ব অর্থে গাভী পালন, গরু মোটা তাজাকরণ, ছাগল ও ভেড়া পালন করে মুনাফা অর্জন করেছে অনেকেই। গবাদিপশু পালনে এখানকার আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন হয়েছে। গাভীর দুধ বিক্রি, কম দামে গরু কিনে মোটাতাজা করে অধিক মূল্যে বিক্রি এবং ছাগল ও ভেড়া পালন করে অনেকে স্বাবলম্বী হয়েছে। উপজেলার দুর্গম চরাঞ্চলের মল্লিকপাড়া গ্রামের হাসনা খাতুন জানায়, সে এনজিও থেকে ঋণ নিয়ে ২টি গাভী কিনেছে। বর্তমানে দৈনিক ৪-৫ কেজি দুধ বিক্রি করে তার সংসার চলছে। পীরগাছা গ্রামের জমেলা বেগম ২টি ভেড়া কিনে এখন ১০টি ভেড়ার মালিক হয়েছে। সোনামুখী গ্রামের রুহুল আমিন জানায়, ২টি গরু মোটাতাজা করে বিক্রি করে তার ১০ হাজার টাকা লাভ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।