বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত ভাগ্যে এই-ই লেখা ছিল! কিন্তু রুপকথার গল্প যে শেষ হয়Ñ ‘অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল’ ধরনের সমাপ্তিতে। রেনিয়েরির ক্ষেত্রে তা হল কই।
আসলে রুপকথা তো রুপকথাই। তা না হলে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়ে রুপকথার জন্ম দেয়া নায়ককে মাত্র নয় মাসের মাথায় এমন রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়। ব্যর্থতার দ্বায়ে ক্লাদিও রেনিয়েরিকে বরখাস্থ করেছে লেস্টার সিটি কতৃপক্ষ!
গত মৌসুমের ঠিক এই সময়ে রেনিয়েরির লেস্টার ছিল রুপকথার ভেলার সাওয়ারি। লিগ থেকে অবনমন এড়ানেই যে দলের মূল লক্ষ্য সেই দল ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। ক্যালেন্ডারের পাতা ঘুরতেই আবার সেই পুরোনো রুপে লেস্টার। এক বছর আগে ঠিক এই সময়ে যে দলের সংগ্রহ ছিল ৫৩ পয়েন্ট (২৫ ম্যাচে), এবার সমান ম্যাচে সেই দলের সংগ্রহ মাত্র ২১ পয়েন্ট। তালিকায় অবস্থান ১৭ নম্বরে! অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট দূরত্বে। ফেব্রæয়ারিও পার হতে চলল, কিন্তু ২০১৭ সালে লিগে এখনো গোলের দেখাই পায়নি ফক্সরা। সব প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষে একটি গোলের সাক্ষাৎ পায় তারা। তবে ম্যাচটি তারা হেরে যায় ২-১ গোলে। এই ম্যাচই হয়ে থাকল লেস্টারে ইতালিয়ান কোচের শেষ স্মৃতি হিসাবে। গত কয়েক দিন ধরেই ইংলিশ গণমাধ্যমগুলোয় গুজব ছড়াচ্ছিল রেনিয়েরির বহিষ্কারের ব্যাপারে। কিন্তু গুজবে কান না দিয়ে তার উপর ক্লাব কতৃপক্ষের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছিলেন রেনিয়েরি। চলতি মাসের শুরুর দিকেও ক্লাবের পক্ষ থেকেও জানানো হয় ‘রেনিয়েরির উপর তাদের পূর্ণআস্থা আছে’। কিন্তু শেষ পর্যন্ত গুজবই সত্যি হল।
গতকাল লেস্টার কতৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘পরিচালনা পর্ষদ মনে করছে নেতৃত্বে পরিবর্তন দরকার। রেনিয়েরিকে বিদায় দেয়াটা বেদনাদায়ক হলেও ক্লাবের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোন প্রশ্ন ছাড়াই লেস্টার সিটির ইতিহাসে সেই সেরা কোচ। যাইহোক, চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে বর্তমান হুমকির মুখে ক্লাব।’ রেনিয়েরির এমন বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফুটবল বোদ্ধাই দুঃখ প্রকাশ করেছেন। ২০১৫ সালের জুলাইয়ে লেস্টারের সাথে চার বছরের চুক্তি হয় ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।