Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির চেয়ে ক্ষমতাসীনরা এগিয়ে

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : তিন দিনের দলীয় ভোটাভুটির মধ্য দিয়ে ২৩ ফেব্রুয়ারি রাতে মীরসরাইয়ের ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা চূড়ান্ত হলো ক্ষমতাসীন দলের। নি¤েœাক্ত ইউনিয়নে বর্ধিত সভায় ভোটাভুটিতে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেনÑ যথাক্রমে আওয়ামী লীগের প্রার্থী ২নং হিংগুলিতে নাছির উদ্দিন হারুন, ৩নং জোরারগঞ্জে মকছুদ আহমদ চৌধুরী, ৪নং ধুম ইউনিয়নে জাহাঙ্গীর আলম ভূঞা, ৫নং ওসমানপুরে মফিজ উদ্দিন সারেং, ৭নং কাঠাছড়া রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮নং দুর্গাপুর ইউনিয়নে আবু ছুফিয়ান বিপ্লব, ৯নং মীরসরাই ইউনিয়নে হাজী এমরান উদ্দিন, ৬নং ইছাখালীতে নুরুল মোস্তফা ও ১৬নং সাহেরখালী ইউনিয়নের কামরুল হায়দার চৌধুরী। গত ২১, ২২ ও ২৩ তারিখে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ভোট প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগের পুরো কমিটির সঙ্গে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জন এবং স্ব স্ব ইউনিয়নস্থ উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আবার বিএনপির দলীয় পর্যায়ের মনোনয়ন প্রক্রিয়াও খুব শিগগিরই সম্পন্ন করবেন বলে জানান মীরসরাই উপজেলা বিএনপি। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন জানান, আমরা ও আমাদের দলের প্রার্থী তালিকা শিগগিরই সম্পন্ন করব। দু-এক দিনের মধ্যেই প্রতিটি ইউনিয়ন থেকে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে আমরা জেলার মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করব। তবে সম্প্রতি প্রাপ্ত তথ্যে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তির সম্ভাব্য প্রার্থীগণ যথাক্রমে ২নং হিংগুলী থেকে সাবেক চেয়ারম্যান নুরুল আবছার মিয়াজী, ৩নং জোরারগঞ্জ থেকে মাওলানা জমির উদ্দিন, ৪নং ধূম বিএনপির গাজী নিজাম উদ্দিন ও জাতীয় পার্টির জাফর আহমদ খোকা মেম্বার প্রমুখ, ৫নং ওচমানপুর থেকে যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, ৬নং ইছাখালীতে বর্তমান চেয়ারম্যান বিএনপির নুরুল আবছার, ৭নং কাটাছরা ইউনিয়নে যুবদলের আলম মেম্বার ও শওকত আকবর সোহাগের নাম উঠেছে, ৮নং দুর্গাপুরে বিএনপি থেকে আশরাফুল আলম চৌধুরী শিমুল নির্বাচিত বলে জানা যায়। ৯ নং মীরসরাই ইউনিয়ন থেকে মফিজ উদ্দিন ও আনোয়ার হোসেনের নাম শোনা যাচ্ছে। ১৬নং সাহেরখালী থেকে বিএনপির মাঈন উদ্দিন চৌধুরীর নাম শোনা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপির চেয়ে ক্ষমতাসীনরা এগিয়ে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ