ভুলে ভরা বই বাদ দিলে মেলা চমৎকার
ফা হি ম ফি রো জ : বই মেলায় পা রাখলেই এক ধরনের আনন্দে প্রাণের
ফেব্রæয়ারি এসেছে। লেখক-পাঠক-প্রকাশকদের আনন্দের বইমেলা শুরু হয়েছে আবার। বই একালে আমাদের খুব প্রিয় সঙ্গী। জ্ঞান, খুশি ও বিনোদনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু বড়দের নয় বই আনন্দ দেয় সব শ্রেণির মানুষকে। তাই মেলায় দেখা মেলে বৃদ্ধ থেকে শুরু করে ছোট্ট সোনামণিদেরও। সবার পদভারে মুখরিত হয় বই মেলার প্রতিটি স্টল। ছোট্ট শিশুরা কেউ আসে বাবার কাঁধে চড়ে কেউ মায়ের হাতটি ধরে। সবার লক্ষ্য নিজের পছন্দের বইটি খুঁজে নেয়া। শুধু বই নয় শিশুদের আনন্দ দিতে মেলায় রয়েছে আরো কিছু। তার মধ্য উল্লেখযোগ্য হল সিসিমপুর। বইয়ের পাশাপাশি সেখানে রয়েছে ভিন্ন আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানে সিসিমপুরের স্টলে গেলে মনে হবে সেখানে প্রতিদিনই যেন শিশুপ্রহর। মঞ্চে উপস্থাপক নানা ভঙিমায় একের পর এক শিক্ষামূলক প্রশ্ন করতে থাকেন। উত্তর দিতে ছোট্টমণিরা একযোগে সাড়া দেয়। সেখানে ছোটদের ভিড় লেগেই থাকে। সিসিমপুরের জনপ্রিয় কার্টুন চরিত্র ইকরি, হালুম, টুকটুকিও সরাসরি চলে আসে মঞ্চে।
লোকমান তাজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।