Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় বাহিনী কাশ্মীরিদের দমনে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করছে : অ্যামনেস্টি

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিয়ম লঙ্ঘন করে সে দেশের নাগরিকদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করে চলেছে। তাদের অত্যাচারের মূল কেন্দ্র এখন জম্মু ও কাশ্মীরের স্বাধীনতাকামী এবং ধর্মঘটী লোকজন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী গত আগস্ট মাসে তাদের বল প্রয়োগ ও অত্যাচারের মাত্রা বাড়িয়েছে। এক রিপোর্টে আরো জানিয়েছে, সাবির আহমদ মঙ্গা নামের এক বিদ্রোহী নেতাকে সেনাবাহিনীর সদস্যরা পিটিয়ে হত্যা করেছে। ভারত সরকারের নৃশংস অত্যাচার উপনিবেশবাদী যুগের কথা স্মরণ কারিয়ে দেয়, তখনকার আচারণ ও অত্যাচার যেন সরকারের প্রধান সম্বল হয়ে ফিরে এসেছে। আন্তর্জাতিক এই সংস্থা জানিয়েছে, সরকারি দমননীতি জম্মু ও কাশ্মীর রাজ্য ছাড়াও দেশের মানবাধিকার কর্মী ও সংবাদিকদের ওপরও চলছে সমানভাবে। সরকার যে ভাবে কাশ্মীরিদের ওপর নৃশংস অত্যাচার করেছে তা সবিস্তারে জানিয়েছেন, বিশেষত সেখানকার অধিবাসীদের ল্যান্ড ফোন, সেল ফোন ও ইন্টারনেট লাইন বন্ধ করে রাখা হয় রাজ্য সরকার থেকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সালিল সেত্তে জানিয়েছেন, বর্তমানকালে কোনো দেশের জনগণের দাবি-দাওয়া দমনও তাদের প্রতি নৃশংস আচারণ খুবই বিপদজনক ও লজ্জার ব্যাপার। কীভাবে কোনো দেশের কিছু লোক দিনের পর দিন মানবতাহীন আচারণের শিকার হবে আর তা পরিচালিত হবে দেশের ভয়ানক সেনাবাহিনীর মাধ্যমে। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ