মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বলকান যুদ্ধে সার্বিয়াকে গণহত্যার দায় থেকে মুক্তি দেওয়ার রায়ের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালত- আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আপিল করেছে বসনিয়া। বসনিয়ার ত্রিদলীয় প্রেসিডেন্সির অন্যতম সদস্য বাকির ইজ্জতবেগোভিচ গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ২০০৭ সালে আইসিজে সার্বিয়াকে সরাসরি গণহত্যার দায় থেকে মুক্তি দিয়ে রুল জারি করেছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সর্বশেষ সময় ছিল ২০১৭ সালের ২৬ ফেব্রæয়ারি। তার আগেই বসনিয়ার পক্ষ থেকে আপিল করা হলো। বসনিয়ায় সার্ব কর্মকর্তারা জানিয়েছেন, এই আপিল করায় দেশের ভেতরে গভীর সংকট দেখা দিতে পারে। আইসিজের রুলিংয়ে বলা হয়েছিল, এই আদালত ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে একটিমাত্র গণহত্যার প্রমাণ পেয়েছে। সেটি হচ্ছে সেব্রেনিৎসায় ১৯৯৫ সালের কুখ্যাত গণহত্যা। বসনিয়ান সার্ব সেনারা ওই বছরের জুলাই মাসে বসনিয়ার অন্তত আট হাজার মুসলিম পুরুষ ও বালককে নির্মমভাবে হত্যা করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস পাশবিকতা। আইসিজে জানায়, সার্বিয়া ওই গণহত্যা রুখতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ঠিকই কিন্তু এ গণহত্যার জন্য সরাসরি রাষ্ট্রকে দায়ী করা যায় না। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাকির ইজ্জতবেগোভিচ বসনিয়ার রাজধানী সারায়েভোয় সাংবাদিকদের বলেন, আমি এইমাত্র ওই রায়ের বিরুদ্ধে রিভিউর আবেদন করেছি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।