মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: শিকাগোর সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক সম্মেলনে ট্রাম্প সমালোচনা করে বলেন, শিকাগোতে দিন দিন অপরাধের পরিমাণ বেড়েই চলছে। একই দিন সন্ধ্যায় ট্রাম্প তার টুইটারে শিকাগোর সমালোচনা করে লিখেন, শিকাগোতে কি হচ্ছে এসব। শিকাগো সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। শিকাগো ট্রিবিউনে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই টুইটারে শিকাগোর সমালোচনা করেন ট্রাম্প। শিকাগো ট্রিবিউনের তথ্য উল্লেখ করে ট্রাম্প জানান, ২০১৬ সাল থেকে এই পর্যন্ত শিকাগোতে হত্যা আগের দুই দশকের চেয়ে ব্যাপক হারে বেড়েছে। ট্রাম্প ২০১৬ থেকে এই পর্যন্ত সময়কে শিকাগোর সবচেয়ে ভয়াবহ বছর বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্প জানান, গত বুধবার দুই ঘন্টায় পাঁচটি অভিযান চালিয়ে ৭ জন সন্ত্রসীকে গুলি করা হয়েছে। দ্য হিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।