মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় মিছিল করেছে। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে এই প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে নেতানিয়াহু যুদ্ধাপরাধী, ফিলিস্তিনকে মুক্তি দাও, দখলদারিত্বের অবসান ঘটাও ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভকারীরা তেল আবিবের প্রতি ক্যানবেরা সরকারের অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানান। বিক্ষোভকারীদের হাতে থাকা একটি ব্যানারে নেতানিয়াহুর বিশালাকৃতির ছবিতে হিটলারের গোঁফ লাগিয়ে নিচে ফ্যাসিস্ট শব্দটি লেখা ছিল। নেতানিয়াহু গত বুধবার ইসরাইলের ক্ষমতায় থাকা কোনো প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যান। চারদিনের এ সফরকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দ্যা অস্ট্রেলিয়ান পত্রিকায় এক নিবন্ধ লেখেন। সেখানে তিনি ফিলিস্তিনি ভ‚খÐে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহŸান জানিয়ে প্রস্তাব অনুমোদন করার জন্য জাতিসংঘের নিন্দা জানান। গত বৃহস্পতিবার টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তার ওই নিবন্ধের প্রশংসা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের ভÐামি পাংচার করে দেয়ার সাহস দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়াকে তিনি ইসরাইলের ভালো বন্ধু বলেও অভিহিত করেন। পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।