Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সন্ত্রাস নির্মূলে নতুন করে সেনা অভিযান শুরু

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে আশঙ্কাজনকহারে প্রাণঘাতী হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সারা দেশে নতুন করে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। গত এক সপ্তাহের সন্ত্রাসী হামলায় দেশটিতে শতাধিক লোকের জীবনহানি হয়েছে। এ ব্যাপারে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, প্রধানত সন্ত্রাসী হামলার হুমকি নির্মূল এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্যই রাদ উল ফাসাদ নামের এই অভিযান শুরু করা হবে। ব্যাপকভিত্তিক এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর সেনারাও অংশ নেবে। এবং এর সাথে যুক্ত থাকবে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে কয়েক দফা আত্মঘাতী হামলায় একশ’র বেশি লোকের প্রাণহানি ঘটে। গত ১৬ ফেব্রæয়ারি সিন্ধু প্রদেশে এক সুফি সাধকের মাজারে হামলা চালানো হয়। ভয়াবহ এই হামলায় অন্তত ৮৮ জন নিহত হয় এবং আহত হয় আরো কয়েকশ’ লোক। এই ঘটনায় বিমান ও স্থল বাহিনীর পাল্টা হামলায় কয়েকজন সন্দেহভাজন হামলাকারীও প্রাণ হারায়। ইসলামাবাদ সরকার এই হামলার জন্য পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের সন্ত্রাসী গ্রæপগুলোকে দায়ী করেছে। হামলার পর দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং চমন ও তোরখাম নামের সীমান্তের দুটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ